গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় ভয়াবহ গ্যাস সিলিণ্ডার বিষ্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক বিবৃতিতে মহানগরী আমীর বলেন, গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় ভয়াবহ গ্যাস সিলিণ্ডার দুর্ঘটনায় ৭ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার পর অকুস্থলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। যা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। তিনি মগবাজারে ভয়াবহ দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারকে সহযোগিতা প্রদান, আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
মহানগরী আমীর ঘটনার কারণ তদন্তে একটি উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের জোর দাবি করেন। তিনি আহতদের সুচিকিৎসা ও যথাযথ সেবা প্রদানের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, সমাজের বিত্তবান মানুষসহ সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান এবং নিহতদের রূহের মাগফিরাত ও জান্নাত কামনায় দোয়া করেন।