বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বেকারত্ব, দারিদ্র ও কর্মহীনতা আমাদের জাতীয় সমস্যা। তাই জাতিকে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ করতে হলে বিশাল জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর কোন বিকল্প নেই। বর্ধিত জনসংখ্যা আমাদের বোঝা নয়; বরং এই বিপুল জনশক্তিকে কর্মের হাতিয়ারে পরিণত করতে পারলে তা মানবসম্পদে পরিণত করা সম্ভব। আর সে মহতি উদ্দেশ্য নিয়ে জামায়াতে ইসলামী সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সাধ্যমত কাজ করে যাচ্ছে। আজকের তৎপরতা তারই ধারাবাহিকতা মাত্র। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি ও দাতাসংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরেবাংলানগর থানা উত্তর আয়োজিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি শাহ আজিজুর রহমান তরুণের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর-শেরেবাংলা জোন পরিচালক জিয়াউল হাসান। আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা এ্যাডভোকেট আব্দুল হালিম, জাকির হোসাইন ও তৌহিদুর রহমান প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, জামায়াত কোন ক্ষমতাকেন্দ্রীক ও উচ্চাভিলাষী রাজনৈতিক সংগঠন নয় বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে ও গণমানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দুরীকরণ, শিক্ষা উন্নয়ন, জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও চর্চায় উদ্বুদ্ধকরণসহ মানুষের জাগতিক ও আধ্যাত্মিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। একই সাথে আমরা সমৃদ্ধ জাতি গঠন ও ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায়ও বদ্ধপরিকর। তাই দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।