সাবেক সচিব, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ ও সমাজসেবক শাহ আবদুল হান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরে আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, মরহুম শাহ আব্দুল হান্নান ছিলেন বিরল প্রতিভার অধিকারী ক্ষণজন্মা এক মহান পন্ডিত ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন। এই কর্মদ্বীপ্ত ব্যক্তি যোগ্যতা, সফলতা, দক্ষতার সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবেও ছিল সফল ও স্বার্থক। এছাড়াও তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। তিনি গণমানুষের কল্যাণ ও সমাজসেবায়ও ছিলেন কর্মতৎপর ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশের বুদ্ধিভিত্তিক আদর্শচর্চার অঙ্গণে যে শুণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।
তিনি বলেন, শাহ আব্দুল হান্নান ছিলেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ। মরহুম তার ক্ষুরধার লেখনীর মাধ্যম ইসলামের সুমহান আদর্শকে উচ্চকিত করার চেষ্টা করে গেছেন। তিনি তার লেখনীতে সমকালীন যুগজিজ্ঞাসার জবাবে বেশ প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। শাহ আব্দুল হান্নান সবসময় অনাড়ম্বর জীবন যাপন করতেন। তার সারল্য, চরিত্রমাধুর্য্য ও ব্যক্তিত্ব ছিল খুবই হৃদয়গ্রাহী, আকর্ষণীয় ও অনুকরণীয়। মহানগরী আমীর মরহুমের রূহের মাগফিরাত কামনা ও তাকে জান্নাতে আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরকারে দোয়া করেন এবং তার শোকাহত পরিবার-পরিজনসহ গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্যধারণের তাওফিক কামনা করেন।