বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিমের দায়িত্বশীল মু. আতাউর রহমান সরকারকে পুলিশ কর্তৃক সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক বিবৃতিতে মহানগরী উত্তর আমীর বলেন, মু. আতাউর রহমান সরকার একজন হাতিরঝিল থানা পশ্চিমের নেতা। সরকার শুধুমাত্র বিরোধী রাজনীতির প্রতি প্রতিহিংসা পরায়ন হয়ে এবং দেশে বিরাজনীতিকরণের অংশ হিসেবেই শুধুমাত্র হয়রানী করার জন্যই তাকে বেআইনীভাবে গ্রেফতার করে নিজেদের বাকশালী ও ফ্যাসীবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। জনাব সরকার প্রাতঃভ্রমণ শেষে একটি মাঠে খেলা দেখার সময় কোন প্রকার পরওয়ানা ছাড়াই তাকে গ্রেফতার করে প্রথমে রমনা থানা এবং পরে ডিবিতে পাঠানো হয়েছে। যা সরকারের অসহিষ্ণুতা ও অগণতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে।
মহানগরী আমীর মু. আতাউর রহমান সরকারকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।