বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সারাদেশের মত ঢাকা মহানগরীতেও সাধারণ মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। এমতাবস্থায় অবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও গণকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নির্লিপ্ত থাকতে পারে না। কারণ, ইসলামী আদর্শই হলো গণমানুষের কল্যাণ। আর তা হক্কুল ইবাদের অন্তর্ভূক্ত। এমতাবস্থায় নগরীর শীতার্ত মানুষের কল্যাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আসতে সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থা, সমাজের বিত্তবান মানুষ সহ নগরীর সবস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর উত্তর থানা আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন। থানা আমীর মনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, থানা সেক্রেটারি রফিকুল ইসলাম রিমন ও জামায়াত নেতা হাসনুল বান্না চপল প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, দেশে মৌসুমী বায়ুর প্রভাবে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সারাদেশের মত ঢাকা নগরীতেও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবি মানুষ প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন। বিশেষ করোনার মহামারীর প্রভাবে এমনিতেই অস্থিরতা নেমে এসেছে। সর্বপরি অসহনীয় শীতের প্রকোপে সাধারণ মানুষ খুবই কষ্ট পাচ্ছেন। এমতাবস্থায় আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে।
তিনি বলেন, আর্তমানবতার কল্যাণই হচ্ছে ইসলামের মূলনীতি। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী দীর্ঘদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির যেকোন দুর্যোগকালীন মহুর্ত ও ক্রান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। আর সে ধারাবাহিকতায় আমরা আজ শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছি। গণমানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশা আল্লাহ। তিনি আর্ত-মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসতে সমাজের সকল শেণি ও পেশার মানুষের প্রতি আহবান জানান।