বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ও জোন পরিচালক মাহফুজুর রহমান বলেছেন, মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই তাপমাত্রা হ্রাস পেয়েছে। ফলে প্রচন্ড শীতে জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঢাকা মহানগরীতেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও গণকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন। গণমানুষের জন্য জামায়াতের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি শীতার্ত মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পশ্চিম থানা আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন। থানা আমীর হেকিম আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পশ্চিম থানার সাবেক আমীর আব্দুল্লাহ মুয়াজ। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির তাজিরুল ইসলাম, সেক্রেটারী মাও. জসিম উদ্দিন ভূঁইয়া ও ওয়ার্ড সভাপতি আব্দুল আজীজ প্রমূখ।
মাহফুজুর রহমান বলেন, শীতের প্রকোপ বৃদ্ধি সারাদেশের মত ঢাকা নগরীতেও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবি মানুষ প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছেন। করোনার মহামারীর কারণে এমনিতেই জনজীবনে অস্থিরতা নেমে এসেছে। সর্বপরি অসহনীয় শীতের প্রকোপে সাধারণ মানুষ খুবই কষ্ট পাচ্ছেন। এমতাবস্থায় আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে।