বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন, ইসলামী সমাজ কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও বৃহত্তর মীরপুর থানা জামায়াতের সাবেক নায়েবে আমীর খোন্দকার আবদুল মান্নান গতকাল রাত ১০ টায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন কিডনীর জটিলতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম খোন্দকার আবদুল মান্নানের মহদেহ গোসল ও কফিন সম্পন্ন করে ফরিদপুরের গ্রামের বাড়ী শালতায় পাঠানো হয় এবং বাদ আসর নিজ প্রতিষ্ঠিত মাদরাসায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মরহুমের জানাজায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
খোন্দকার আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী আমীর বলেন, খোন্দকার আব্দুল মান্নানের মৃত্যুতে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ভাইকে হারালাম। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যে তিনি আজীবন কাজও করে গেছেন। মহানগরী আমীর মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি স্বজনদের ধৈর্য্যধারণের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে তাওফিকও কামনা করেন।