বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানা উত্তরের মহিলা বিভাগের সেক্রেটারি কামরুন্নেসার স্বামী বিশিষ্ট ব্যাংকার মো. আব্দুল মালেক গতকাল ৭ ডিসেম্বর বেলা ১২ টায় রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও বৃদ্ধা মা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সেদিন ভোর বেলা অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানে ইন্তিকাল করেন।
গতকাল বাদ মাগরিব মরহুমের প্রথম নামাজে জানাজা মিরপুর-১২, বি-বøক বায়তুন নুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ী ঠাকুরগাঁও জেলার রানীসংকইল থানার কলিগাও নেয়া হয় এবং সেখালে আজ সকাল ১১ টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
শোকবাণী
মো. আব্দুল মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবাণী প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী উত্তর আমীর বলেন, মো. আব্দুল মালেকের মৃত্যুতে আমরা একজন দক্ষ, প্রতিশ্রুতিশীল ও নিবেদিতপ্রাণ ব্যাংকারকে হারিয়েছি। তিনি সারাজীবন ইসলামী অর্থনীতির সম্প্রসারণ ও বিকাশে নিরলসভাবে কাজ করে গেছেন। সর্বপরি তিনি ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন। তার মৃত্যুত ইসলামী অর্থনীতি অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পুরুণীয় নয়। মহানগরী আমীর মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।