একজন দা’য়ী ইলাল্লাহ, রত্নাগর্ভা মা ও বিশিষ্ট অনুবাদক মরহুম হাফেজ আকরাম ফারুকের সহধর্মিনী আয়েশা ফারুকের জানাজা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মরহুমার আত্মীয়-স্বজন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর, অন্যান্য নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় মরহুমার জীবন ও কর্ম স্বরণ করেন মহানগরী আমীর। মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠার সাথে সংগঠনের দায়িত্ব পালন করে গেছেন। স্বামী লেখক ও অনুবাদক হাফেজ আকরাম ফারুকের দারুণ সহযোগি ছিলেন তিনি। দ্বীনের পথে গড়ে তুলেছেন ৯ ছেলেমেয়েসহ পুরো পরিবারকে।
উল্লেখ্য গতকাল শনিবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মরহুমা আয়েশা ফারুক হেনা। তিনি করোনাসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
২০১৯-২০ সেশনে ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা শুরা সদস্যা ও দক্ষিণ খান থানার মহিলা বিভাগের সেক্রেটারি ছিলেন মরহুমা আয়েশা ফারুক।
হাফেজ আকরাম ফারুক ও আয়েশা ফারুক দম্পতির ৫ মেয়ে ও ৪ ছেলে। এক মেয়ে ও এক ছেলে ডাক্তার এবং ৩ ছেলে ব্যাংক কর্মকর্তা। আয়েশা ফারুকের বাবা বিশিষ্ট আলেম দ্বীন, মানারাতের সাবেক শিক্ষক মাওলানা সোলায়মান ফারুকি।
হাফেজ আকরাম ফারুক ও আয়েশা ফারুক দম্পতি ও তাদের পরিবার বাংলাদেশে ইসলামী আন্দোলনের অন্যতম প্রেরণার বাতিঘর। পরিবারের সবাই ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ।
মহান আল্লাহ দ্বীনের পথে মরহুমার সকল প্রচেষ্টা কবুল করুন। তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিন। শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার ও সুস্থ থাকার তৌফিক দিন। আমিন