অশ্রুসিক্ত নয়নে ইসলামী আন্দোলনের প্রিয় ভাইকে বিদায়
রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন প্রিয় কামাল উদ্দিন ভাই। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ থানা উত্তরের সমাজকল্যাণ বিভাগের অর্থ সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের বৃহত্তর উত্তরা থানা সভাপতি ছিলেন।
মরহুম একেএম কামাল উদ্দিন ভাইয়ের জানাযা আজ সকাল ১০ টায় নয়ানগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমীর ও বিশিষ্ট সমাজসেবক জনাব মু. সেলিম উদ্দিন।
জানাজা পূর্ব আবেগঘন বক্তব্যে জনাব সেলিম উদ্দিন দ্বীনের পথে মরহুম কামাল উদ্দিন ভাইয়ের তৎপরতার কথা স্মরণ করেন। তিনি মহান রবের নিকট কামাল উদ্দিন ভাইয়ের শাহাদাতের জন্য দোয়া করেন। তিনি বলেন, দ্বীনের কাজে সদা আন্তরিক ভাইটিকে মহান আল্লাহ ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দেবেন ইনশাআল্লাহ।
জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর নাসির উদ্দিন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য লস্কর মো. তাছনিম, শ্রমিককল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মো. মহিবুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন এড. বেলায়েত হোসেন সুজা, মো. শাহজাহান, মো. সাইদুর রহমান মোল্লা, গাজী মনির হোসেন, , আলী হোসেন, এড. সুরুজ্জামান, শফিকুল ইসলাম, মো. মোজাম্মেল হক ও স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো নেতা, কর্মী, সুধী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
স্মৃতিচারণ করতে গিয়ে সকল বক্তাই কান্নায় ভেঙ্গে পড়েন। মৃত্যুকালে উনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
মহান আল্লাহ ভাইকে শহীদ হিসাবে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন