বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসা বোর্ডের সাবেক রেজিস্টার, ঢাকা কলেজের সাবেক বিভাগীয় প্রধান, পাইকপাড়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, মিরপুর পাইকপাড়া নিবাসী প্রফেসর মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব গত পৌরসু রাত ১.০০ টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালের সংবাদ পেয়ে তার বাসায় ছুটে যান জামায়াতে ইসলামীর নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। মরহুমের কফিন সামনে রেখে পরিবার সদস্য ও অন্যান্যদের সাথে নিয়ে দোয়া করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা এবং সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মিরপুর পশ্চিম থানা সেক্রেটারি আলাউদ্দিন সোহেল প্রমুখ।
পরে বাদ যোহর পাইকপাড়া মাদ্রাসা-মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় জনাব সেলিম উদ্দিন অংশ নেন। এসময় সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বোস্তরের জনগণ জানাজায় অংশ নেন।
মহান আল্লাহ মরহুম মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেবকে ক্ষমা করে জান্নাতবাসি করুন। আমিন।