বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর, অবিভক্ত ঢাকা সিটির ভারপ্রাপ্ত মেয়র ও ঢাকা ১৬ আসনের ২০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আহসান উল্লাহ হাসান করোনায় আক্রান্ত হয়ে গতকাল ৭ জুন রাত ৯ টায় গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মিরপুর-৬ ডি ব্লকে বসবাস করতেন। তিনি সংগ্রামী ও সাহসী নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত ছিলেন।
শোকবাণী
আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী উত্তর আমীর বলেন, মরহুম আহসান উল্লাহ হাসান একজন সংগ্রামী, নিবেদিতপ্রাণ ও অকুতোভয় রাজনৈতিক নেতা ছিলেন। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে আমরা একজন স্বজ্জন রাজনীতিককে হারালাম। মহানগরী আমীর মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি স্বজনদের ধৈর্যধারণের তাওফিকও কামনা করেন।