বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারি সেক্রেটারি জেনারেল, সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর প্রাক্তন আমীর, প্রখ্যাত আলেমে দ্বীন ও বাংলাদেশের ইসলামী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী উত্তর আমীর বলেন, অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের মৃত্যুতে আমরা একজন প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, দক্ষ সংগঠক, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল ইসলামী আন্দোলনের সিপাহসালারকে হারালাম। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের মুক্তির স্বপ্ন দেখতেন এবং জীবনের সকল কর্ম ও প্রচেষ্টা সে পথেই নিয়োজিত করেছিলেন। শিক্ষাজীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই প্রখ্যাত আলেমেদ্বীন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর ও কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনকালে যে যোগ্যতা, প্রজ্ঞা, মেধা, সততা ও কর্তব্যনিষ্ঠার স্বাক্ষর রেখে গেছেন তা ইসলামী আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশের ইসলামী আন্দোলনে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।
তিনি বলেন, মরহুম মাওলানা আবু তাহের বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করে গেছেন। এমনকি তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনেরও ছিলেন অগ্রসৈনিক। এজন্যও তাকে দীর্ঘ পরিসরে কারাভোগও করতে হয়েছে। মরহুম বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে দেশ ও জাতির কল্যাণে যে অসামান্য অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
মহানগরী আমীর মরহুম অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের রূহের মাগফিরাত কামনা করেন। তিনি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন এবং শোককে শক্তিকে শক্তিতে পরিণত করে মরহুম মাওলানার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ময়দানে তৎপর হওয়ার আহবান জানান।