প্রিয় নগরবাসী,
আসসালামু আলাইকুম।
বছর ঘুরে আবারো এসেছে তাকওয়া অর্জন ও গুনাহ মাফের মাসব্যাপী সিয়াম সাধনা। ঢাকা মহানগরী উত্তরসহ সকল বাংলাদেশী ভাইবোনদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।
এবারে বিশেষ প্রেক্ষাপটে আমরা মাহে রমজান পেলাম। করোনাভাইরাস সংক্রামণের ভয়াবহতা বিশ্বব্যাপী। বাংলাদেশেও আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইতোমধ্যে শতাধিক ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পরিস্থিতি আরো নাজুক হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
মহান আল্লাহ কোভিড-১৯ রোগে ইন্তেকালকৃত ব্যক্তিদের গুনাহ মাফ করে জান্নাত নসিব করুন। শোকাহত, দুর্দশাগ্রস্থ ও আক্রান্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে বিশ্বব্যাপী লকডাউনের প্রভাবে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। খেটে খাওয়া মানুষেরা রোজগারের অভাবে এবং চাকরীজীবীদের অনেকে বেতন না পাওয়ায় খাবারের কষ্টে আছেন। অসুস্থ ব্যক্তি চিকিৎসা না পেয়ে বেদনাদায়ক দিন পার করছেন। স্বজন হারানো পরিবারে অশ্রু বাঁধ মানছে না।
করোনাভাইরাস নতুন আবির্ভূত হওয়ায় এর ভ্যাক্সিন ও ওষুধ নেই। এই পরিস্থিতি মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে পরীক্ষা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পাপাচার থেকে বিরত হয়ে মহান আল্লাহর কাছে নিঃশর্ত আনুগত্য হচ্ছে পরীক্ষায় উত্তরণের একমাত্র উপায়।
আসুন মহান রব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাই। পরস্পরের জন্য দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই। রোজা, যাকাত ও ইবাদতের মাধ্যমে নিজেদের আরো পরিশুদ্ধ করার চেষ্টা করি।
#রোজা_তাকওয়া_অর্জনের_জন্য
হে ঈমানদাগণ! তোমাদের ওপর রোযা ফরয করে দেয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের ওপর ফরয করা হয়েছিল। এ থেকে আশা করা যায়, তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। (সূরা বাকারা ১৮৩)
#কুরআন_নাজিলের_মাস_রমজান
রমযানের মাস, এ মাসেই কুরআন নাযিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত। যা সত্য-সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। (সূরা বাকারা ১৮৫)
রমজানে বেশি বেশি কুরআন তেলাওয়াত এবং অধ্যায়ন করা দরকার। সহীহ কুরআন তেলাওয়াত শেখা ও শেখানোর উপযুক্ত সময় রমজান মাস। আমরা এ ব্যাপারে অগ্রগামী হবো ইনশাআল্লাহ।
#কুরআন_অনুযায়ী_সতর্ক_হওয়ার_সময়_রমজান
এই সুস্পষ্ট কিতাবের শপথ! আমি এটি এক বরকত ও কল্যাণময় রাতে নাজিল করেছি। কারণ, আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম। এটি ছিল সেই রাত যেই রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফায়সালা দেয়া হয়ে থাকে। (সূরা দুখান ১-৪)
#লাইলাতুল_কদরের_বরকত_তালাশ_করা
আমি এ (কুরআন) নাযিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চাইতেও বেশী ভালো। (সূরা কদর ১-৩)
#গুনাহ_মাফের_মাস_রমজান
আল্লাহর রাসূল সা. মেম্বারে থাকা অবস্থায় জিব্রাইল আ. এসে বললেন, ‘ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল, তবুও তার গুনাহ মাফ হল না’। উত্তরে আল্লাহর রাসূল ‘আমিন’ বলেছেন। (মুসলিম ও তিরমিযী)
#রোজার_প্রতিদান_স্বয়ং_আল্লাহ_দিবেন
আল্লাহ্ তা’আলা বলেছেন, রোজা আমার জন্য। আমি নিজেই এর প্রতিদান দেবো। (বুখারি ও মুসলিম)
#শুধু_না_খেয়ে_থাকার_নাম_রোজা_নয়
হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও তদানুযায়ী আমল পরিত্যাগ করতে পারলো না, এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। (বুখারি)
#সেহরি_ইফতারে_ক্ষুধার্তদের_কথা_স্মরণ_করা
‘তারা রাতের বেলায় কমই ঘুমাতো। আর তারা শেষ রাতে মাফ চাইতো এবং তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার ছিল’। (সূরা যারিয়াত ১৭-১৯)
আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে অভাবী ও বঞ্চিতদের পাশে দাঁড়াতে। পরিস্থিতির নাজুকতায় অভাবী মানুষ না খেয়ে দিন পার করছে।
#করোনা_পরিস্থিতিতে_জামায়াতে_ইসলামী_ঢাকা_মহানগরী_উত্তরের_উদ্যোগ
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এখন পর্যন্ত ৫৭,৪২৭টি পরিবারকে মানবিক সাহায্য দেয়া হয়েছে। এর মধ্যে ফুড প্যাকেট দেয়া হয়েছে ৪৭,০৫৬টি পরিবারকে এবং নগদ অর্থ সহযোগিতা দেয়া হয়েছে ১০,৩৭১টি পরিবারকে।
এছাড়া স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে ৫৪,১৮৩টি। এর মধ্যে রয়েছে মাস্ক, হ্যান্ডগ্লাভস, সাবান, স্যানিটাইজার, হ্যান্ডওয়াস, পিপিই, ক্যাপ এবং স্প্রে নজেল বোতল।
সংগঠনের উদ্যোগে ঢাকা মহানগরী উত্তরে ২টি ডাক্তার টিমসহ ৪১টি সেবা টিম কাজ করছে। ফোনে তথ্য ও স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে ৬৫,৫৯৩ জনকে।
জামায়াতের দেয়া ফুড প্যাকেটে ছিল চাল ১০ কেজি, আলু ৩ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, তেল ১ লিটার, পেয়াজ ১ কেজি ও সাবান ১টা।
রমজান উপলক্ষ্যে আরো ৫০ হাজার পরিবারকে ফুড প্যাকেট দেয়ার পরিকল্পনা করা হয়েছে। প্যাকেটে থাকবে
১. চাল ১০ কেজি
২. আলু ৩ কেজি
৩. ডাল ১ কেজি
৪. লবন ১ কেজি
৫. তেল ১ লিটার
৬. পেয়াজ ১ কেজি
৭. খেজুর ১/২ কেজি
৮. মুড়ি ১/২ কেজি
৯. চিনি ১ কেজি
আমাদের তৎপরতা সংগঠনের নেতাকর্মী, সচ্ছল ও হৃদয়বান ব্যক্তিদের দান থেকেই সংগৃহীত। যাকাতের অংশ এবং মাসিক নিয়মিত খরচ থেকে অসহায়দের সহযোগিতায় আবারো আমরা শরিক হবো ইনশাআল্লাহ।
মহান আল্লাহ সুস্থ অবস্থায় রোজা রাখা, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবি ও তাহাজ্জুদ আদায় করা এবং যাকাত ও নফল দান করার তৌফিক দিন। আমাদের মধ্যে আল্লাহর ভয় ও ভালোবাসা সৃষ্টি করে দিন। আমিন
আপনাদের ভাই
মুহাম্মদ সেলিম উদ্দিন
আমীর, ঢাকা মহানগরী উত্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামী