ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে কাদের গনি চৌধুরী ও সেক্রেটারি পদে মো. শহীদুল ইসলাম পুনঃনির্বাচিত হওয়ায় তারা সহ সকল নির্বাচিতদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম।
এক যুক্ত বিবৃতিতে মহানগরী উত্তর নেতৃবৃন্দ বলেন, দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে দেশের সাংবাদিক সমাজ সব সময়ই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছেন। দেশে চলমান জাতীয় সঙ্কট ও গণতন্ত্রহীনতার কারণে আমাদের জাতীয় জীবনের সকল অর্জনই নস্যাৎ হতে চলেছে। দেশ ও জাতির এই সঙ্কটময় সন্ধিক্ষণে দেশের সাংবাদিক সমাজ আপোষহীন ও ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই ডিইউজে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে অগণতান্ত্রিক শাসনের পরিবর্তে গণতান্ত্রিক শাসন ও ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।
তারা নির্বাচিতদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান এবং আগামী দিনে দায়িত্ব পালনে সাফল্য ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহ তায়ালার দরকারের দোয়া করেন । একই সাথে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবন্দী দৈনিক সংগ্রামের বর্ষীয়ান সম্পাদক আবুল আসাদ সহ সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন।