বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও রামপুরা দক্ষিণ থানার মহিলা বিভাগের সেক্রেটারি সুরাইয়া বেগম গত ১৭ ফেব্রুয়ারি সকাল ৬ টায় বাড্ডার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতিন্তকাল করেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি একটি বেসরকারি স্কুল এন্ড কলেজে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। উল্লেখ্য, মরহুমা আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সেখানেই চিকিৎধীন অবস্থায় ইন্তিকাল করেন।
গতকাল বাদ জোহর মরহুমার প্রথম নামাজে জানাজা আলমানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা রামপুরা পাকা মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে মরহুমার মরদেহ গ্রামের বাড়ী কুমিল্লার তিতাসে নেয়া এবং সেখানে জানাজা শেষে বাদ এশা পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক শোকবাণীতে মহানগরী উত্তর আমীর বলেন, সুরাইয়া বেগমের মৃত্যুতে আমরা একজন নিবেদিতা প্রাণা ইসলামী আন্দোলনের কর্মীকে হারালাম। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মহানগরী আমীর সুরাইরা বেগমের রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন। তিনি তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধর্য ধারনের তাওফিক কামনা করেন।