মরহুম মাওলানা আব্দুস সুবহান রহঃ এর জানাজা নামাজের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমীর মুহতারাম ডা.শফিকুর রহমানের বক্তব্য
তিনি বক্তৃতার শুরুতে আল্লাহর প্রশংসা ও তাঁর রাসুলের উপর দরুদ পাঠ করেন এবং সাহাবায়ে কেরামগণের জন্য কল্যাণের দুআ করেন। তারপর তিনি কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেন। যার অর্থ যিনি সৃষ্টি করেছেন জীবন – মরণ। যাতে করে তিনি পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মাঝে কে সবচেয়ে উত্তম আমলকারী।
সম্মানিত পাবনাবাসী, আজকের এই জানাজায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মাওলানা আব্দুস সুবহান সাহেবের কর্মের সঙ্গি সম্মানিত ভাইয়েরা । আজকে আমি মূলত আপনাদের কাছে একটি বিচারের ক্লিয়ারেন্স নিতে এসেছি। এর আগে বলুন আপনারা কেমন আছেন। একটু পরেই আমরা মাওলানা আব্দুস সুবহানকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহি বলে মহান আল্লাহর কাছে সমঝিয়ে দিবো ইনশাআল্লাহ। আমরা তাঁর বিদায়ে শোকাহত কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করতে হবে ইনশাআল্লাহ।
প্রিয় ভাইয়েরা দুনিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছিলো এবং সাক্ষাী সাবোদ যোগাড় করে তাঁর বিরুদ্ধে যা করা হয়েছে তার বাস্তব সাক্ষী সারা বাংলাদেশের জনগণের পাশাপাশি আপনারাও।আর আমি বলবো। সারা বাংলাদেশের জনগণের চেয়ে আপনারাই আসল সাক্ষী । আজকের এই গণ আদালতে আপনাদের কাছে আমি একটি বিষয় জানতে চাইবো। আপনারা জানেন ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে রায় হয়েছে। সেই রায়ে তিনি অসন্তুষ্ট হয়ে আপত্তি জানিয়ে তিনি আপিল করেছেন। তাঁর আপিল নিষ্পত্তি হয় নিই।আল্লাহ তাআলা তাঁর দাওয়াত নিষ্পত্তি করে তাকে নিয়ে গিয়েছেন। এই যে ঝুলন্ত একটি বিচার রয়ে গেলো। আমি আজকে আপনাদের রায় চাই। উনি কি দোষী নাকি নির্দোষ।তখন তৌহিদি জনতা এক বাক্যে বলে উঠলেন নির্দোষ।
রাব্বুল আলামীন তুমি এই রায়কে কবুল করো। আমরা আমাদের বন্ধু, আমাদের শিক্ষক, আমাদের সহকর্মী মাওলানা আব্দুস সুবহানকে বলতে চাই। বন্ধুগো তোমার জনম সার্থক, তোমার কর্ম সার্থক, তোমার আজীবনের সাধনা সার্থক। এগুলো সব তোমার বাগানের ফুল। আমরা আমাদের বন্ধুকে, আমাদের শিক্ষককে আশ্বস্ত করছি, আমরা অঙ্গিকার করছি আপনার রেখে যাওয়া এই মহান কর্মের দায়িত্বের ভার আমরা নিজ কাধে তুলে নিলাম। প্রিয় ভাইয়েরা আজীবন তিনি হকের জন্য লড়াই করেছেন। তিনি কোন বাতিলের সাথে আপোষ করেন নিই।
রাব্বুল আলামীন তোমার জাতের কসম, তোমাকে সাক্ষী রেখে আমরা ঘোষণা দিচ্ছি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা কোন বাতিলের সাথে আপোষ করবো না ইনশাআল্লাহ । হে মাবুদ। প্রিয় বাংলাদেশ আজকে বড় কষ্টে আছে। এই কষ্টের রজনী তুমি শেষ করে দাও। তুমি মুক্তির সূর্য উদিত করে দাও। সেই মুক্তির সূর্য যেন ইসলামের আলোর প্লাবন নিয়ে বাংলাদেশে আসে এটাই তোমার কাছে আমাদের কামনা।
প্রিয় ভাইয়েরা আজকে বক্তৃতা দেওয়ার কথা না। আজকে শুধু দুআ চাওয়ার কথা। আমি সংগঠনের ছোট এক দায়িত্বশীল হিসাবে আমার সহকর্মীর জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পাশাপাশি মানুষ হিসাবে তাঁর কোন কথা বা আচরণ আপনাদের যদি কষ্ট দিয়ে থাকে তাহলে আমি তাঁর পক্ষ থেকে, তাঁর সাংগঠনিক পরিবারের পক্ষ থেকে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আপনারা কি তাকে ক্ষমা করে দিলেন? তৌহিদি জনতার জি হ্যা ধ্বনি উচ্চারিত হলো।
মহান আল্লাহও তাকে ক্ষমা করুন। প্রিয় ভাইয়েরা আজ তাঁর সন্তানেরা আছেন। আমি বিশ্বাস করি মানুষের সাথে তাঁর কোন দেনা পাওনা নেই। তারপরেও যদি থেকে থাকে তাহলে তাঁর সন্তানেরা আছেন, আমরা আছি। তাঁর রক্তের উত্তরসূরিরা আছেন, আমরা তাঁর রুহানী সন্তানেরাও আছি। আমরা প্রস্তুত সেই দাবি পূরণের জন্য। আপনারা আমাদের জন্য দুআ করবেন আমরা পাবনা বাসীর সাথে আছি রাব্বুল আলামীন পাবনা বাসীর সাথে থাকুন । পাবনার মাটি আজ আমরা তোমাকে একটি গোলাপফুল উপহার দিয়ে যাচ্ছি। তুমি যতনে এই গোলাপ ফুলটিকে রেখো। হে আল্লাহ। তুমি এই গোলাপফুলটির দেখে রেখো। হে আল্লাহ। তুমি এই ফুলের কবরটাকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দিয়ো। হে আল্লাহ। তোমার যে নবীর প্রেমে তিনি ফাঁসি বরণ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন সেই নবীর কবরের সাথে তাঁর কবরের একটি সম্পর্ক পয়দা করিয়ে দিয়ো।
হে আল্লাহ। তাকে তোমার জান্নাতের মেহমান বানিয়ে পবিত্র নাজাত দিয়ে তাকে সম্মানিত করিয়ো । হে আল্লাহ! তাঁর কবরটি যেন একটি জীবন্ত জান্নাত হয়ে উঠে। হে আল্লাহ তোমার কাছে আমাদের শেষ আকুতি যেদিন তুমি লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার হবে , বিচারের জন্য সবাইকে দাঁড় করাবে, যে দিন মাওলানা আব্দুস সুবহান বাদী হবেন, সাক্ষী হবেন সেদিন তুমি ন্যায় বিচারের ফয়সালা করিয়ো। আর সেদিন তাঁর সাথে আমাদেরও সঙ্গি করিয়ো। সবাই ভালো থাকুন, সবাইকে আল্লাহ ভালো রাখুন। আসসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
সংকলন : মুফতি আহমাদ শাওকি আফিফি।