বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে দারিদ্র বিমোচন ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার, বিকাল ৪.৩০টায় রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ড. আহসান হাবিব। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ, গোলাম মাওলা, শ্রমিক নেতা আ. ওয়াদুদ সর্দার, রাশেদুল ইসলাম, নবী হোসেন প্রমুখ। সভায় ১০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় অর্ধ শতাধিক ব্যক্তিকে নগদ অর্থ, রিক্সা-ভ্যান, সেলাই মেশিন দেয়া হবে।