বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান থানা উত্তরের রুকন নিশাত আরা আজ সকাল ৬টায় ঢাকাস্থ পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। মরহুমা দীর্ঘদিন লিভার সিরোসিস সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আজ বাদ জোহর রাজধানীর আজমপুরের জান্নাতুল ফেরদাউস জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন থানা আমীর ও সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নিশাত আরার মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম, থানা আমীর এ্যাডভোকেট মনিরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রুহুল আমীর মরহুমার বাসভবনে যান এবং তার স্বজন শান্তনা দেন এবং মরহুমার রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন।
শোকবাণী
নিশাত আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় নিশাত আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার রূহের মাগরিফরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। নেতৃদ্বয় নিশাত আরার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে তাওফিক কামনা করেন।