বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা বলেছেন, স্থানীয় প্রশাসনের অতিউৎসাহের কারণেই ভোলায় অনাকাঙ্খিতভাবে নিরাপরাধ মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও আসল ঘটনা সাধারণ মানুষের কাছে অপ্রকাশ্য থাকেনি। তিনি পুলিশ কর্তৃক প্রতিবাদী জনতার ওপর নির্বিচারে গুলী বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে হাতিলঝিল থানা পাশ্চিম আয়োজিত ভোলায় পুলিশের গুলীতে নিহতদের শাহাদাত কবুল ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মু. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী মজলিশে শুরা সদস্য ড. মাওলানা হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লা ও থানা কর্মপরিষদ সদস্য আবু সাঈদ প্রমূখ।
আব্দুর রহমান মুসা বলেন, সরকারের আস্কারা পেয়েই ধর্মদ্রোহীরা অতিমাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের মাধ্যমে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আর সে লক্ষ্যেই একশ্রেণির ধর্মদ্রোহীরা মহান আল্লাহ ও রাসুল (সা.)কে নিয়ে প্রতিনিয়ত কটুক্তি করে যাচ্ছে। কিন্তু তাদের পাতানো ফাঁদে পা দেয়ার কোন সুযোগ নেই। তিনি ঘটনার কারণ তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।