বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ শাহজাহানসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং সারা দেশে জামায়াতে ইসলামীর সকল অফিস খুলে দেয়ার দাবি করেছেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার রাজধানীর হাতিরঝিল পূর্ব থানার কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন উক্ত দাবি করেন।
সেলিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় অফিসসহ সারা দেশে জামায়াতে ইসলামীর সকল অফিস বন্ধ রেখেছে বর্তমান সরকার। বাধ্য হয়ে সংগঠন পরিচালনার স্বাভাবিক প্রয়োজনে জামায়াতে ইসলামীকে বিভিন্ন স্থানে বৈঠক করতে হচ্ছে। এসমস্ত বৈঠকে মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে গ্রেফতারের নামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অহেতুক হয়রানি করছেন। যা গণতান্ত্রিক শিষ্টাচার বহির্ভুত মারাত্নক অন্যায় কাজ।
তিনি বলেন, সরকারের এহেন অগণতান্ত্রিক আচরণের সর্বশেষ সংযোজন দলীয় বৈঠক চলা অবস্থায় চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলামসহ ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা। একটি বৈধ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় পরিচালিত রাজনৈতিক দলের নিয়মিত কার্যক্রমকে ‘গোপন বৈঠক’ বলে অভিহিত করার তীব্র নিন্দা জানান জনাব সেলিম উদ্দিন।
জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন সরকারের নিকট আহ্বান করে বলেন, সারা দেশের অফিস খুলে দিন। আমরা নিজ কার্যালয়ে নিজেদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে চাই। একদিকে অফিস বন্ধ রাখা অন্যদিকে গোপন বৈঠক নাম দিয়ে গ্রেফতার করা সরকারের ডবল স্টান্ডার্ড নীতির শামিল। এধরণের আচরণ সরকারের নৈতিক অধপতনের নামান্তর। এটা কখনোই একটি সভ্য দেশের গণতান্ত্রিক আচরণ হতে পারে না।
শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে জনাব সেলিম উদ্দিন বাংলাদেশে গুম হওয়া নাগরিকদের স্মরণ করেন। বিশেষ করে অধ্যাপক গোলাম আযম স্যারের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী এবং মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেমের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন। প্রশাসনের কাছে প্রত্যেকটি গুমের ঘটনার তদন্ত এবং গুম থাকা ব্যক্তিদের ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি। এছাড়া ভুক্তভোগী পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।
কাশ্মীর প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, কাশ্মীরের অস্থিরতা দ্রুত সমাধান হওয়া কাম্য। আমরা কাশ্মীরের জনগণের নিরাপদ, সমৃদ্ধ ও স্বাধীন জীবনযাত্রার পক্ষে। তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘবে আন্তর্জাতিক সকল পক্ষ যথাযথ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি।
সভায় সভাপতিত্ব করেন হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট জিল্লুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন।