বাংলাদেশের বর্তমান ক্রান্তিকাল উত্তরণে ঈদের শিক্ষা কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মু. সেলিম উদ্দিন। রাজধানী ঢাকার পল্লবীতে সংগঠনের একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু ও বন্যার ভয়াবহতার মধ্যে এবারের ঈদুল আযহা উদযাপন করছে দেশবাসী। এছাড়া ঈদ যাত্রায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে জনগণকে। সম্প্রতি কৃষক ধানের দাম পাননি। এই ঈদে গরীব দুঃখীদের অর্থ সাহায্যের উৎস কুরবানির পশুর চামড়ার দামের মারাত্নক পতন হয়েছে। শেয়ারবাজারের দরপতনও অতি সাম্প্রতিক ঘটনা।
তিনি বলেন, এসব সমস্যা আমাদের জাতীয় সমস্যা। সমস্যা নিরসন ক্ষমতাসীন দলের দায়িত্বের মধ্যে পড়লেও তাদের একার পক্ষে এ থেকে উত্তরণ সম্ভব নয়। সমস্যা মোকাবেলায় আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বসচেতনতার ওপর চাপ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, ঈদের শিক্ষা সাম্যতার শিক্ষা। দল মত নির্বিশেষে একে অপরের জন্য ত্যাগ করার শিক্ষা। বিশেষ করে ইসলামের প্রতিটি উৎসবের ন্যায় ঈদুল আযহাও গরীব বান্ধব উৎসব। দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর মধ্যেই ঈদের আনন্দ।
সেলিম উদ্দিন বলেন, ঈদুল আযহার শিক্ষাকে বুকে ধারণ করে আমাদের আগামীদিনের পথচলা সাজাতে হবে। জামায়াত নেতা-কর্মীদের জনগণের সমস্যা নিরসনে জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।
ঈদ পুনর্মিলনীতে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, পল্লবী দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম, রূপনগর থানা আমীর নাসির উদ্দিন ও সেক্রেটারি আবুল কালাম পাঠান প্রমুখ।