লেখক : ড. মুহাম্মদ রেজাউল করিম
প্রকাশনী : প্রফেসর প্রকাশনী
শিক্ষা একটি জাতির মেরুদন্ড। মেরুদন্ডহীন কোন প্রাণী যেমনি সােজা হয়ে দাঁড়াতে পারেনা তেমনি অ-শিক্ষিত একটি জাতির পক্ষেও মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়ানাে অসম্ভব। মূলত রাসূল সা.-এর শিক্ষানীতিতে সমগ্র মানবজাতির পাঠক্রম হচ্ছে আল কুরআন এবং এর ভিত্তিতে পাঠ্যসূচি বা Syllabus হচ্ছে রাসূলের জীবন ও কর্মপদ্ধতি। মহান স্রষ্টা আল্লাহ্ তা’আলা এই মহান শিক্ষকের জন্য উপহারস্বরূপ প্রদান করেন মহাগ্রন্থ আল-কুরআন।
আল্লাহ তা’আলা মানবজাতিকে কোনো একাডেমিক শিক্ষা দেয়ার জন্য রাসূল সা.-কে এ পৃথিবীতে পাঠাননি। এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, শিক্ষার জন্ম ও এর সার্বিক প্রসারে একমাত্র ইসলাম ছাড়া আর কোন মতবাদ বা ধর্মে অনুরূপ কোন ধারণাই ছিল না। তাই বলা যেতে পারে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী মানবতার বন্ধু মুহাম্মদ সা.-এর শিক্ষানীতি, ছাত্র-শিক্ষক সম্পর্ক, চিন্তা ও কর্মময় জীবনকীর্তি ও অবদান আমাদের জন্য অবিস্বরণীয়ও অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।
শিক্ষানীতির উপর অসাধারণ এই বইটি পড়তে ও ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
রাসুলুল্লাহ (স.)- এর শিক্ষানীতি