মাহে রমযান আরবী বারটি মাসের মধ্যে নবম ও অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তায়ালা এ মাসকে মানবজাতির গুনাহ মাফের মাস হিসেবে আখ্যায়িত করেছেন। এই নিরিখে আমরা মাহে রমযান উপলক্ষে কিং ফয়সাল ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর মুহাম্মদ ইকবাল কিলানীর রােযার মাসায়েল নামক বিখ্যাত এই গ্রন্থটিকে নিজেদের মতাে সাজিয়ে গুছিয়ে ও সম্পদনা করে আমাদের সাধারণ পাঠকের জন্য উপযােগী করে প্রকাশ করেছি।
বইটিতে কুরআন ও হাদীসে উল্লেখিত মাহে রমযানের উপরে অতি গুরুত্বপূর্ণ আয়াত ও হাদীসের সূত্রের আলােকে মনােমুগ্ধকর আলােচনা উপস্থাপন করা হয়েছে। মাহে রমযানের শেষ দিকের লায়লাতুল কদর, এ’তেকাফ, সদকাতুল ফিতর ঈদের নামায এবং সর্বশেষ রােযার ব্যাপারে কিছু সংখ্যক দুর্বল ও জাল হাদীস সন্নিবেশিত করা হয়েছে। আশা করি, আমাদের পাঠকেরা এই বইটি থেকে তাদের চাহিদা অনুসারে জ্ঞানের খােরাক পাবেন । বইটি প্রকাশ, মুদ্রণ, সংকলন ও সম্পাদনার কাজে যারা সময় ও শ্রম উৎসর্গ করেছেন তাদের জন্য আল্লাহর নিকট উত্তম বিনিময় কামনা করি।
– পিস পাবলিকেশন
বইটি ডাউনলোড করতে ও পড়তে নিচের লিংকে ক্লিক করুন।
রমজানের ফজিলত : গুনাহ মাফের মাস