“আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করাে না, প্রকৃতপক্ষে তারা জীবিত। আল্লাহর নিকট থেকে তারা জীবিকা পাচ্ছে।”
(আল ইমরান ১৬৯)
“আমার রব, যখন চান এবং যেখানে চান আমাকে সেখানে-সে ভাবে। মৃত্যুবরণ করতেই হবে; তাহলে আমি আমার মালিকের কাছে শাহাদাত লাভের প্রার্থনা করব না কেন? কেন আমি শাহাদাতের সেই মহান মর্যাদার অধিকারী হতে চাইব না?”
“মুমিন জীবনের আসল কামনা হওয়া উচিত আখিরাতের সফলতা। আর আখেরাতের সফলতা তখনই লাভ করা যায় যখন দুনিয়ার জীবনে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কেননা আল্লাহর সন্তুষ্টি এবং আখেরাতের নাযাতের জন্য আমলের স্থান হলাে এই দুনিয়া।”
“কোন মানুষই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। দিনের পর যেমন রাত আসে এবং অন্ধকারের পরে আলাে আসে। তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই। দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে কিন্তু মৃত্যু সমস্যার কোন সমাধান নেই।”
– শহীদ ডা. ফয়েজ আহমদ
আল্লাহ তায়ালা শহীদ ডা. ফয়েজ আহমদের মনের চাওয়া কবুল করেছেন। শহীদ ডা. ফয়েজ আহমদের এই অসাধারণ বইটি ডাউনলোড করতে ও পড়তে নিচের লিংকে ক্লিক করুন।
শাহাদাৎ মৃত্যু নয়, জীবনের অপর নাম