পাক-ভারত-বাংলা উপমহাদেশে “জামায়াতে ইসলামী” এমন একটা নাম, যা ইসলামী আন্দোলনের প্রতিশব্দে পরিণত হয়েছে। ইসলামী আন্দোলন কুরআন পাকে বর্ণিত “জিহাদুন ফী সাবীলিল্লাহ” কথাটিরই সার্থক অনুবাদ। আর নবী করীম (সা.) ইকামাতে দ্বীনের যে সফল সংগ্রাম করে গেলেন, সে মহান প্রচেষ্টাকেই “জিহাদুন ফী সাবীলিল্লাহ” বলা হয়েছে।
আল্লাহর শেষ নবী আল্লাহর দ্বীনকে দুনিয়ায় বিজয়ী করার যে মহান আন্দোলন করে বাস্তবে তা কায়েম করে গেলেন ঠিক সে উদ্দেশ্যে, কর্মনীতি ও কর্মসূচী নিয়ে জামায়াতে ইসলামী ছাড়া এ উপমহাদেশে আর কোন নামে কোন সংগঠন আছে বলে আমাদের জানা নেই। ইসলামের বিভিন্ন ধরনের বড় বড় খেদমতে নিযুক্ত অগণিত দল, সংগঠন ও প্রতিষ্ঠান অবশ্যই আছে এবং এ সব খেদমত নিশ্চয়ই ইকামাতে দ্বীন ও ইসলামী আন্দোলনের সহায়ক। কিন্তু সরাসরি ইকামাতে দ্বীনের প্রােগ্রাম ও প্রস্তুতি আর কারাে মধ্যে দেখা যায় না।
জামায়াতে ইসলামী বৈশিষ্ট্য নিয়ে লেখা শহীদ অধ্যাপক গোলাম আযমের এই বইটি ডাউনলোড করতে ও পড়তে নিচের লিংকে ক্লিক করুন।