বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা ডা. শফিকুর রহমানের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই সরকার পরাজয় অতঙ্কে মিথ্যাচার সহ নির্বাচনী প্রচারণায় বাধাদান, হামলা, মামলা ও গণগ্রেফতারের পথ বেছে নিয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্রই ২০ দলীয় জোট প্রার্থীর বিজয় ঠেকাতে পারবে না। তিনি জননেতা ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা-১৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শেখ শরীফ উদ্দীন আহমদ ও আব্দুল জব্বার, জামায়াত নেতা মনির হোসেন মৃধা ও আনিসুর রহমান প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, দেশ ও জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার পরিকল্পিতভাবেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। পুরো প্রশাসনযন্ত্রকে সাজানো হয়েছে ক্ষমতাসীন দলের অনুকুলে। নির্বাচনকে কেন্দ্র করে এখন সারাদেশেই ঢালাওভাবে গণগ্রেফতার ও গণনিগ্রহ চলছে। এমনকি তফসিল ঘোষণার পর শুধুমাত্র ঢাকা-১৫ নির্বাচনী এলাকা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সহ ২০ দলীয় জোটের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সে ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাতে পূর্ব কাজীপাড়া মাতবর পুকুর এলাকা থেকে রনি, মামুন ও কালু নামে ৩ নির্বাচনী কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় ইব্রাহীমপুর কেন্দ্রীয় মসজিদ এলাকায় গণসংযোগ করার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সম্মিলিতভাবে গণসংযোগকারীদের উপর হামলা চালিয়ে আরিফ, নজরুল ইসলাম ও আমিনুল সহ ৬ জনকে গ্রেফতার করে ১ জনের কাছ থেকে মূল্যবান মোবাইল কেড়ে নিয়ে ছেড়ে দেয়। অন্যদের আটক করে কাফরুল থানায় নেয়া হয়েছে।
তিনি বলেন, মূলত নির্বাচন কমিশন এখন পর্যন্ত সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। সারাদেশে বিরোধী দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার ঘটনাও ক্রমেই বাড়ছে। এমনকি ঢাকা-১৫ আসনের সরকার দলীয় প্রার্থী কামাল আহমেদ মজুমদার ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী জননেতা ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছেন। শুধু তাই নয় ডা. শফিক সহ তার নির্বাচনী কর্মীদের নির্বাচনী এলাকায় যেকোন মূল্যে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন। ফলে বিরোধী দলীয় প্রার্থীরা নির্বাচনী প্রচারণা তো দূরের কথা নিজেদের বাড়ীঘরেও থাকতে পারছেন না। তাই বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোন ভাবেই অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।