বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা.শফিকুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। রাজধানীর সেগুনবাগিস্থার ঢাকা জেলা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আজ ১০ ডিসেম্বর সোমবার দুপুর বারোটায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
গতকাল রবিবার ৯ ডিসেম্বর প্রার্থীদের নমিনেশন প্রত্যাহারের শেষ দিন ছিল। এর আগে জামায়াতের এই শীর্ষ নেতা ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করে করে মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করলে তা যাচাই-বাচাই করে বৈধ হিসেবে প্রার্থীতা ঘোষণা করে নির্বাচন কমিশন।
আজ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত ছিল । জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী লস্কর মো. তসলিম, নাজিম উদ্দিন মোল্লা, শেরে বাংলা থানার আমীর আব্দুল আইয়াল আযম, এ্যাডভোটেট কামাল উদ্দিন, এ্যাডভোকেট রোকন রেজাসহ জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রতীক বরাদ্দ নিতে উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর উপস্থিত সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করে তসলিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান ঢাকা-১৫(মিরপুর-কাফরুল) আসনে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
তিনি বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে পারেনি নির্বাচন কমিশন। যদিও আজকে প্রতীক বরাদ্দ দেয়ার মধ্যদিয়ে নির্বাচনী প্রচারনার আনুষ্ঠানিকতা শুরু হলো। কিন্তু সরকারী দল ও প্রশাসনের পক্ষ থেকে এখনো হয়রানি, হুমকি-ধামকি ও গ্রেফতার বন্ধ করা হয়নি। যা নির্বাচনী আচরবিধির ব্যত্যয় বলেই আমরা মনেকরি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী আচরণবিধি অনুযায়ী অবশ্যই গ্রেফতার বন্ধ, বিরোধী প্রার্থী ও নেতাকর্মীদের নিরাপত্তা বিধান করতে হবে প্রশাসন ও নির্বাচন কমিশনকে। সকলে যেন অবাধ প্রচারণায় অংশ নিতে পারে তা নিশ্চিত করতে হবে।