রাজধানীর মগবাজারে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে হাতিরঝিল থানা পশ্চিম জামায়াতে ইসলামী। আজ সকালে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগর উত্তরের মজলিশে শুরার সদস্য ও হাতিরঝিল থানা পশ্চিম আমীর মুহাম্মাদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা রাখেন,থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি সুলতান মাহমুদ, থানা প্রচার ও আইন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মন্ডল প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন- ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাযত করেছিল।
জাতি এমন এক সময় ৭ নভেম্বর পালন করতে যাচ্ছে যখন দেশে গণতন্ত্র ও আইনের শাসন এবং জনগণের ভোটাধিকার নেই। এ অবস্থা থেকে দেশকে উদ্ধারের জন্য সকলের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশবাসী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাযত করার জন্য তিনি আহবান জানান।আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি এবং শহীদদের আত্মারমাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।