বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি বিমান নেপালের রাজধানী কাঠমন্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়ায় বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশের অর্ধশতাধিক যাত্রীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।এক শোকবার্তায় মহানগরী উত্তর আমীর বলেন, ‘নেপালের কাঠমন্ডু ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় বাংলাদেশ, নেপালসহ অন্যান্য দেশের অর্ধশতাধিক যাত্রীর প্রাণহানীতে আমরা খুবই ব্যথিত, শোকাহত ও মর্মাহত। স্মরণকালের এই দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমরা সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন নিহতদের শোকাহত পরিবার-পরিজনকে এই মর্মান্তিক শোক সহ্য করার ক্ষমতা দান করেন সে তাওফিক কামনা এবং একই সাথে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং বিধ্বস্ত বিমান থেকে গুরতম আহত অবস্থায় উদ্ধারকৃতদের আশু সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করছি’।