গত ১১ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ১২ নম্বর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ এবং ক্ষতিগ্রস্থদের দ্রুত মানবিক সাহায্য সহ পূনর্বাসনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
এক বিবৃতিতে মহানগরী উত্তর আমীর বলেন, গত ১১ মার্চ গভীর রাতে মিরপুরের ১২ নং বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফলে অগ্নিদুর্গত বস্তিবাসীরা এখন সর্বশান্ত হয়ে পথে বসেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২৫ হাজার বস্তিবাসী গৃহহীন হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও সরকার বা নগর প্রশাসন যে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এমনকি গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও আগুন নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণও করা হয়নি। অগ্নি নির্বাপনের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হতো। কিন্তু সংশ্লিষ্টদের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই পুরো বস্তিই ভস্মীভূত হওয়ায় ক্ষয়-ক্ষতির পরিসর বেড়েছে। এতে বস্তিবাসীরা সর্বস্ব হারিয়ে এখন পথে বসেছেন।
তিনি মিরপুর ইলিয়াস মোল্লা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনায় ক্ষতিগ্রস্থদের মানবিক সাহায্য সহ দ্রুত পূনর্বাবসনে সরকার, দাতাসংস্থ্যা, এনজিও, বিভিন্ন সামাজিক সংগঠন সহ জামায়াতের সকল স্তরের জনশক্তিকে এগিয়ে আসার উদাত্ত আহবান এবং ঘটনার সাথে কোন প্রকাশ নাশকতার যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন।