০১. জনগণের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান করা হবে।
০২. দলমত নির্বিশেষে অপরাধী যত বড় শক্তিশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৩. সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতন, রাহাজানি, চোরাচালান, মাদকব্যবসা, নারী ও শিশু পাচারসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে।
০৪. নিরাপরাধ লোক যাতে কোনভাবেই হয়রানির শিকার না হয় তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৫. পুলিশ, বিডিআর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রয়োজনীয় পেশাগত ও নৈতিক প্রশিক্ষণ প্রদান করা হবে এবং উপযুক্ত যানবাহন ও আধুনিক উপকরণে সজ্জিত করা হবে। বেতন-ভাতা বৃদ্ধিসহ এক্ষেত্রে প্রশাসনিক সংস্কার করা হবে।
০৬. কমিউনিটি পুলিশিং জোরদার করা হবে।
০৭. চোরাচালান, পাচার ইত্যাদি সীমান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় সীমান্ত সড়ক নির্মাণ করা হবে।