১. দেশের সকল অঞ্চলকে দক্ষ পরিবহন নেটওয়ার্কের আওতায় এনে আন্তঃজেলা, আন্তঃউপজেলা ও আন্তঃ ইউনিয়ন সড়ক যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিতভাবে উন্নতমানের সড়ক, মহাসড়ক, রেলপথ ও সেতু নির্মাণ করা হবে।
২. পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার কার্যকর ব্যবস্থা নেয়া হবে। পর্যায়ক্রমে মাওয়া ও পাটুরিয়া এ দু’জায়গায়ই সেতু নির্মাণ করা হবে।
৩. রেলওয়েকে উন্নয়ন, সম্প্রসারণ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ব্যবস্থা নেয়া হবে।
৪. দেশে নৌ-ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের ব্যবস্থাসহ নৌ-দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
৫. নদী-বন্দরসমূহের সংস্কার, সংরক্ষণ ও সম্প্রসারণের সাথে সাথে বিরাজমান সংকট দূরীকরণের ব্যবস্থা নেয়া হবে।
৬. নগর ও বিভাগীয় শহরসমূহে নারী ও শিশু যাত্রীদের জন্য পৃথক যানবাহন চালু করা হবে।
৭. চট্টগ্রাম ও মংলা বন্দরকে জাতীয় স্বার্থ সংরক্ষণ করে আধুনিক ও বাণিজ্য উপযোগী করে গড়ে তোলা হবে।
৮. বাংলাদেশ বিমানকে পুনর্গঠন করা হবে। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নয়ন করা হবে।
৯. রাজধানী ঢাকায় পাতাল রেল লাইন ও প্রয়োজনীয় সংখ্যক ফ্লাইওভার নির্মাণ করা হবে।