১. দৈহিক ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে সকল নাগরিকের উপযোগী সুস্থ ক্রীড়া ও বিনোদনের ব্যবস্থা করা হবে। স্টেডিয়াম, খেলার মাঠ, পার্ক, শিশু পার্ক এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সংস্কার, আধুনিকায়ন ও উন্নয়নের ব্যবস্থা করা হবে।
২. আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে সুষ্ঠু পরিকল্পনা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
৩. দেশে ক্রিকেট, ফুটবল, সাঁতার, শুটিং, হকিসহ বিভিন্ন খেলাধুলা বিকাশের জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।