জামায়াতের নায়েবে অামীর অধ্যাপক মুজিবুর রহমানের অাশু রোগ মুক্তি কামনায় রাত ৭.৩০ টায় মগবাজারে দোয়া মাহফিলের অায়োজন করেছে হাতিরঝিল থানা পশ্চিম। থানা অামীর আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারী ইউসুফ অালী মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সিটি ওলামা বিভাগের সভাপতি ড . মাওলানা হাবিবুর রহমান।