বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন জুলাই আন্দোলনের ছাত্র ও শ্রমিকদের ভূমিকা অবস্মরণীয়।সামনের সাড়ি থেকে ভূমিকা রাখা এবং জীবন দেয়া শ্রমিক,ছাত্ররাই নয়া বিপ্লবের মহা নায়ক।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের (ঢাকা-১২ সংসদীয় আসন) উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আজ বিকাল ৩টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অঞ্চল সহকারী পরিচালক, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল পশ্চিম আমীর ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ, হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.সুলতান মাহমুদ, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তর শিবিরের দাওয়াহ সম্পাদক আবু বকর সিদ্দীক মিকদাদ,বিশিষ্ট শ্রমিক নেতা কামাল উদ্দিন রায়হান প্রমুখ।
সাইফুল আলম খান মিলন বলেন,সমাজের দু:খী মানুষের পাশে দাড়ানো ইসলামের দাবি।মানুষের অভাব পূরণে জামায়াত কর্মীদেরকে সর্বোচ্চ চেষ্টা করা।
তিনি সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত ঢাকা-১২ গড়ে তুলতে শ্রমিক ও ছাত্র নেতৃবৃন্দকে সাহসী ভূমিকা রাখার আহবান জানান।
৩৫নং ওয়ার্ডবাসী নিয়ে জামায়াতের ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর হাতিরঝিল পশ্চিম থানার উদ্যোগে ৩৫ নং ওয়ার্ডবাসীদের নিয়ে এক ইফতার মাহফিল আজ বিকাল ৪.৩০টায় আল ফালাহ মিলনায়তনে থানা আমীর ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর নুরুল ইসলাম আকন্দ, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মাওলা,আকতার হোসেন,শামীম হোসেন ও শিবির সভাপতি সাজ্জাদ হোসেন শিহাব প্রমুখ।