বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রবীণ সদস্য (রুকন), ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী উত্তর নেতৃদ্বয় বলেন, মরহুম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ছিলেন একজন দক্ষ ও প্রাজ্ঞ সংগঠন, প্রথিতযথা প্রকৌশলী এবং ইসলামী আন্দোলনের সম্পূখযোদ্ধা। তিনি ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর সভাপতি হিসাবে সততা, যোগ্যতা, দক্ষতা ও একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। সর্বোপরি মরহুম ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে গণমানুষের মুক্তির স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষেই তিনি ছিলেন আপোষহীন। দেশ ও ইসলামী আন্দোলনের চরম ক্রান্তিকালে তিনি ছিলেন অবিচল ও ইস্পাত কঠিন। তার মৃত্যুতে আমরা একজন একনিষ্ঠ সহযোদ্ধাকে হারালাম।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।