বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর থানা দক্ষিণের রুকন ও ওয়ার্ড সেক্রেটারি আব্দুল হক মিয়াজী গতকাল ২৩ ডিসেম্বর বেলা ৩ টায় রাজধানী ঢাকাস্থ শঙ্করের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন হৃদরোগ সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল বাদ মাগরিব মোহাম্মদপুরের নিরিবিলি হাউজিং-এর বাইতুল আকসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। পরে তার লাশ ফেনী জেলার সদর উপজেলার নিজ গ্রাম সুন্দরপুরে নেয়া হয়। আজ সকাল ১০ টায় দ্বিতীয় দফা জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয় ।
আব্দুল হক মিয়াজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম আব্দুল হক মিয়াজী ছিলেন ইসলামীর আন্দোলনের একজন শপথের জনশক্তি। তিনি কুরআন-সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে দেশ ও জাতির মুক্তির স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই জীবনের শেষদিন পর্যন্ত অবিচল ও আপোষহীন ছিলেন। তার মৃত্যুতে আমরা এক সংগ্রামী ভাইকে হারালাম।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতে আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সাবরে জালিম ধারণের তাওফিক কামনা করেন।