বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন ধনীদের অর্থ সমম্পদের মাঝে অসহায় মানুষের হক আছে। জামায়াতে ইসলামী ভোট পাওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের পাশে দাঁড়ায়।
আজ ১৭ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর থানা উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শেরেবাংলা নগর থানা উত্তররে আমীর মুহাম্মদ আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মোঃ মনজুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণীতে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, বায়তুলমাল সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, মোঃ হুমায়ুন কবির, হাফেজ শাহজাহান, হাফেজ সাইফুল ইসলাম, মোঃ সাইফুল আলম এডভোকেট তৌহিদুর রহমান প্রমুখ।
ড.মু.রেজাউল করিম বলেন, মানবতার কল্যাণের জন্য আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন।প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশে পরিণত করতে চাই।এ ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।