কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর মঙ্গলবার রাত ৮টার দিকে মরদেহ ফেরত দেওয়া হয়েছে।
১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় মঙ্গলবার রাতে বিজিবির কাছে ওই যুবকের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় ওই যুবককে গুলি করে বিএসএফ।
এরপর একটি অ্যাম্বুল্যান্সে করে ওই যুবকের মরদেহ নিয়ে যায় বিএসএফ।
নিহত কামাল হোসেন (৪০) ঘটনাস্থলের পাশের জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। কামাল চার সন্তানের জনক।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল।
তিনি মাদক ও চোরাকারবারে যুক্ত ছিলেন। এক পর্যায়ে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত কামালের বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলা ছিল বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম।
তবে নিহত কামালের বড় ভাই হিরন মিয়া বলেন, ‘আমার ভাই মাদক ও চোরাকারবারে যুক্ত ছিল না।
এসব অভিযোগ ভিত্তিহীন। পেশাগতভাবে সে পিঁপড়ার বাসা ভেঙে পিঁপড়ার ডিম বিক্রি করত। এতে যা আয় হতো তা দিয়ে সংসার চলত তার।’
লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ঘটনার পর থেকেই আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে মঙ্গলবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিবিরবাজার সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
https://www.kalerkantho.com/print-edition/last-page/2024/10/09/1433330