বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর মহানগর শাখার সেক্রেটারি ডক্টর মুহাম্মদ রেজাউল করিম দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের স্বার্থে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, লক্ষ্মীপুর ইসলামী আন্দোলনের পূণ্যভূমি। এখানে ইসলাম প্রতিষ্ঠার জন্য ডঃ ফয়েজসহ অনেকেই শাহাদাত বরণ করেন।
তিনি আজ লক্ষ্মীপুরের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ওয়ার্ড পর্যায়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লক্ষ্মীপুর শহরের আমীর আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা জোহিরুল ইসলাম সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের লক্ষ্মীপুর জেলা আমীর এস ইউ এম রুহুল আমীন বুহিয়ান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুমিন উল্লাহ পাটোয়ারী। সভায় জামায়াতের শতাধিক নেতাকর্মী যোগ দেন।
রেজাউল করিম জোর দিয়ে বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।
দেশ স্বৈরাচারমুক্ত হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। তিনি অভিযোগ করেন, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এবং অন্যান্য খাতে ফ্যাসিস্ট এজেন্টরা এখনও সক্রিয় রয়েছে।
তিনি বিভিন্ন রাষ্ট্রীয় অঙ্গ থেকে ফ্যাসিস্ট এজেন্টদের বিতাড়নের দাবি জানান।