বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিঝিল পূর্ব থানার পেশাজীবি বিভাগের প্রবীন রুকন সরদার নূরুল হক আজ ৮ অক্টোবর মঙ্গলবার ভোর ৫ টায় রাজধানীর শঙ্করস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন পিত্তথলীর ক্যান্সার সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী গেছেন। তার গ্রামের বাড়ী বরিশাল জেলার উজিরপুরে।
মরহুমের প্রথম নামাজে জানাজা সকাল সাড়ে ১০ টায় নয়াটোলা কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার, থানা আমীর এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী, হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লা, হাতিরঝিল পূর্ব থানার সেক্রেটারি খন্দকার রুহুল আমীন, নয়াটোলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম ও মাদ্রাসা কমিটির সেক্রেটারি ফারুক আহমদ, রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আ,হাকিম প্রমূখ।
এরপর মরহুমের মরদেহ বরিশালের উজিরপুরের গ্রামের বাড়ীতে নেওয়া হয় এবং বাদ আসর পশ্চিম শোলক কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় ও শেষ জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
শোকবানী
সরকার নূরুল হকের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম সরদার নূরুল হক ছিলেন ইসলামী আন্দোলনের একজন অগ্রসৈনিক। তিনি দেশকে কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যে জীবনের শেষদিন পর্যন্ত আপোষহীন ও অবিচল ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন প্রবীন অবিভাবককে হারালাম।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ‘লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা‘য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করেন।