বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের রামপুরা থানার ২২ নং ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত ও দুর্গত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক। আরও উপস্থিত ছিলেন রামপুরা থানার নায়েবে আমীর এস এইচ ঈমাম, সেক্রেটারি এফ এ ফজলু, জামায়াত নেতা এস ইসলাম, প্রফেসর এ হালিম, মনিরুজ্জামান শামীম ও এস এ ফরহাদ প্রমূখ।
বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ডা. ফখরুদ্দীন মানিক বলেন, জামায়াতে ইসলামী প্রচলিত কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন। জাতির যেকোন দুর্যোগ ও ক্লান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্থ ও দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গণমানুষের প্রতি সে দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি শীতার্ত ও দুর্গত মানুষের দুর্দশা লাঘবে সরকার, দাতাসংস্থা ও সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।