বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম বলেছেন, দেশ ও জাতীয় উন্নয়নে শ্রমিক সমাজ অসামান্য অবদান রাখলেও তারা বরাবরই বঞ্চিত থেকেছেন। মূলত আমাদের দেশে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি চালু না থাকায় শ্রমিক সমাজ অনেক ক্ষেত্রেই বঞ্চনার শিকার। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। তিনি ইসলামী শ্রমনীতির চালুর আন্দোলনকে বেগবান করতে সকলকে সম্মিলিত প্রয়াস চালানোর আহবান জানান।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের পরিবহণ অঞ্চল আয়োজিত ট্রেড ইউনিয়ন কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ও পরিবহণ শ্রমিক নেতা এইচ এম আতিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মাওলানা মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শাহিদুর রহমান মোল্লা, নূরুল আমীন, বশির আহমেদ, গোলাম মোর্শেদ, ফজলুল হক, আব্দুল আলী বাশার ও আব্দুল হালিম প্রমূখ।
লস্কর তসলিম বলেন, শ্রমিক সমাজ জাতীয় উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকা শক্তি। তাই কোন জাতি শ্রমিক সমাজকে অবহেলিত রেখে বা উপেক্ষা করে উন্নতির চরম পর্যায়ে আরহণ করতে পারে না। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই শ্রমিকদের সকল সমস্যার সমাধান এবং তাদের নায্য অধিকার নিশ্চিত করতে হবে। রাসুল (সা.) শ্রমিক সমাজকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন। হাদিস শরীফে শ্রমিকদেরকে আল্লাহর বন্ধু এবং তাদের গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের তাগাদা দেয়া হয়েছে। তাই একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে হলে শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি নায্য অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।