দেশকে সুখী, সমৃদ্ধশালী করা এবং ক্ষুধা, দারিদ্র মুক্ত করতে জামায়াত নেতাকর্মীদের ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা।
তিনি আজ রাজধানীর মিরপুরের রূপনগর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর উত্তর থানায় ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে এবং সেক্রেটারি ও সেক্রেটারি রফিকুল ইসলাম রিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা হাবিবুর রহমান । উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর এম এম লিয়াকত আলী প্রমুখ।
আব্দুর রহমান মূসা বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত একটি অতিসম্ভবনাময় শক্তি। নির্মম জুলুম-নির্যাতন এবং নানাবিধ বাধা-প্রতিবন্ধকতা স্বত্তে¡ও জামায়াত অভ্যন্তরীণ রাজনীতিতে অপরাজেয় ও আপোষহীন শক্তিতে পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বেড়েছে। দেশের আপামর জনসাধারণ জামায়াতে ইসলামীকে দেশের শাসন ক্ষমতায় দেখতে চায়। তাই আগামী দিনে দেশের নেতৃত্ব গ্রহণের জন্য জামায়াত কর্মীদের নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। তিনি দেশে একটি বুদ্ধিভিত্তিক সফল বিপ্লব ঘটানোর জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।
উত্তরা মডেল থানায় ইউনিট সভাপতি- সেক্রেটারী সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা মডেল থানায় ইউনিট সভাপতি ও সেক্রেটারী সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর এ্যাড মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও
থানা সেক্রেটারী বদিউজ্জামান বকুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা। বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম জোনের টিম সদস্য জনাব শাইদুর রহমান মোল্লা, থানার কর্মপরিষদ সদস্যগন ও ওয়ার্ড ও বিভাগের সভাপতিবৃন্দ।
গুলশানে ফুটবল টুর্নামেন্ট ও পুরুষ্কার বিতরণী
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডাঃ ফখরুদ্দীন মানিক বলেছেন, দেশের যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা দরকার। যুব কল্যাণ পরিষদ ঢাকা মহানগরী উত্তর ঢাকা সিটি উত্তরের সকল যুবকদেরকে সাথে নিয়ে এই সমাজটাকে একটি আদর্শ, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে যুব সমাজকে ঐতিহাসিক ভ‚মিকা পালনের আহবান জানান।
তিনি আজ রাজধানীর গুলশানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পশ্চিম থানার যুব বিভাগের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইয়াছিন আরাফাত, সভাপতিত্ব করেন গুলশান পশ্চিম থানার আমির মাহমুদুর রহমান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুলশান পশ্চিম থানা সেক্রেটারি ইসমাইল হোসেন।