জালিম, ফ্যাসিবাদী ও অবৈধ সরকারকে হটিয়ে নয়া স্বাধীনতার স্বাদ পাওয়া দেশ ও জাতি গঠন এবং কার্যকর রাষ্ট্রীয় সংস্কার করে ক্ষুধা-দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে ব্যবসায়ী সমাজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার রাতে রাজধানীর আদাবরের এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদাবর থানার ব্যবসায়ী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন এ আহবান জানান। ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরার সদস্য ও আদাবর থানা আমীর আলামীন সবুজের সভাপতিত্বে উক্ত সুধী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মোহাম্মদপুর জোনের পরিচালক জিয়াউল হাসান, মোহাম্মদপুর জোনের টিম সদস্য আব্দুল হান্নান, আদাবর থানা সেক্রেটারী আশরাফুজ্জামান মিঠু, আদাবর থানার কর্মপরিষদ সদস্যসহ সকল স্তরের দায়িত্বশীলবৃন্দ।
জনাব সেলিম উদ্দিন বলেন, ইতিপূর্বে দেশ ও জাতির সকল ক্রান্তিকালেই বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই ঐতিহাসিক ভূমিকা পালন করে এসেছে। তারই ধারাবাহিকতায় ২০২৪-এর কোটা সংস্কার ও ফ্যাসীবাদ পতনের আন্দোলনেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু এই বিজয়ে আমাদের আত্মহারা হওয়ার সুযোগ নেই। কারণ, দেশ ও জাতিস্বত্তা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ব্যবসায়ী সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজি রোধে ও জনগণের জানমাল রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় পালন করতে হবে কার্যকর ভূমিকা। অন্যথায় আমরা বিজয় ধরে রাখতে পারবো না। তিনি সাম্প্রতিক গণআন্দোলনে আহতদেরসহ শাহাদাত বরণকারী ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বানভাসিদের প্রতি সমবেদনা জানান এবং তাদের সকলের পাশে দাঁড়াতে ব্যবসায়ী সমাজের প্রতি আহবান জানান।