আজ ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ঢাকাস্থ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনে মারাত্মক আহত ৪৬জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি Dr. Rezaul Karim। তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সাধ্যমতো সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আহত চিকিৎসাধীন মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং তাদের বিপদে ধৈর্যধারণের পরামর্শ দেন। তিনি আহতদের আশু আরোগ্য কামনায় মহান আল্লাহ তা’য়ালার কাছে দোয়া করেন।
এ সময় মহানগরী সেক্রেটারির সাথে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি Dr. Mohammad Fakhruddin Manik,ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক Md Ataur Rahman Sarker, শেরেবাংলা নগর দক্ষিণ আমীর আমিনুল ইসলাম, সেক্রেটারি আবু সাঈদ মন্ডল,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামিল হোসাইন, মাওলানা রুহুল আমিন জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মুরাদ হোসেন প্রমূখ।
তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিজয়ী করার মাধ্যমে যারা দেশকে অপশাসন-দুঃশাসন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত করতে অবদান রেখেছেন তারা জাতীয় বীর ও আমাদের গর্বিত সন্তান। এজন্য যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তারা দেশ ও জাতির কাছে বীরশ্রেষ্ঠ হিসাবে অভিষিক্ত। যারা আহত ও বিজয়ী হয়েছেন ইতিহাসে তাদের নাম চিরদিনই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আন্দোলনে আত্মস্বর্গোকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন, আহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিজয়ীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, আমাদের গর্বিত সন্তানদের বিজয় নিয়ে ইতোমধ্যেই নানাবিধ ষড়যন্ত্র শুরু হয়েছে। মহান এ বিজয়কে বিতর্কিত করার জন্যই দেশে কথিত সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িকতার ধুয়া তোলা হচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে ছাত্র-জনতার এই মহাবিজয়কে কোন ভাবেই কলঙ্কিত করা যাবে না বরং ছাত্র-জনতার ঐক্যের কাছে সকল ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য। তিনি অর্জিত বিজয়কে সার্থক ও ফলপ্রসূ করতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে ঐক্য অটুট ও অবিচ্ছিন্ন রাখার আহ্বান জানান।