বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ দক্ষিণ থানা আমীর মো. মাহবুব আলমের পিতা মতিয়ার রহমান ফরাজী গত ২৯ জুন শনিবার সন্ধ্যা ৬.২০ টায় রাজারাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ হৃদরোগ, সিওপিডি,কিডনি জটিলতায় ভূগছিলেন।তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসং্খ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা উত্তরা মডেল টাউন সোসাইটি মসজিদে গতকাল রাত সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা। জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ ও উত্তরা পশ্চিম জোনের সহকারি পরিচালক মাহবুবুল আলম সহ থানা নেতৃবৃন্দ ।
এরপর মরহুমের মরদেহ খুলনা জেলার বটিয়াঘাটা থানার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা গ্রামের নিজ বাড়ীতে নেওয়া হয় এবং বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
মতিয়ার রহমান ফরাজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন,মরহুম মতিয়ার রহমান ফরাজী ছিলেন একজন ধর্মপ্রাণ ও স্বজ্জন ব্যক্তি। তিনি একজন ভালো মানুষ হিসাবে সমাজে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন ইসলামী আন্দোলনের শুভাকাংখী ও সাদা মনের মানুষকে হারালাম। নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।