রাজধানীর মিরপুরে পানির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বরের এক পাশের সড়ক (সিটি করপোরেশনের অফিস) অবরোধ করে বিক্ষোভ করেন বিহারি ক্যাম্পের কয়েকশ অধিবাসী। এতে মিরপুর ১২ নম্বর থেকে ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা যায়, বিক্ষুব্ধ ক্যাম্পবাসী মিরপুর ১০ নম্বর গোল চত্বরসংলগ্ন (ডিএনসিসি অঞ্চল ৪ কার্যালয়) সিটি করপোরেশনের সামনে কলস হাতে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। তারা পানির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
তারা জানান, ১০-১২ দিন ধরে ক্যাম্পে পানি নেই। তারা মানবেতর জীবন যাপন করছেন। ক্যাম্পের বাসিন্দা শাহ মান্না বলেন, পানির অভাবে পুরো ক্যাম্প কারবালা হয়ে গেছে। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। ওয়াশা জানিয়েছে, এখন পানির লাইনে ক্রাইসিস চলছে। ওয়াসা রেশনিং ভিত্তিতে বিহারি ক্যাম্পে পানি দেবে। ক্যাম্পে এখন পানি পাওয়া যাবে।