বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ১৭ই জুন (সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। শুক্রবার রাত ৯টার পর চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে। সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক হয়। সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও পর্যালোচনা করে রাত ৯টার পর সিদ্ধান্ত জানায় কমিটি। সাধারণত সন্ধ্যার পরই চাঁদ দেখার তথ্য জানিয়ে দেয়া হয়। কিন্তু এবার দীর্ঘ সময় পর সিদ্ধান্ত জানায় চাঁদ দেখা কমিটি। সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা যায়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য জানান।
ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব। এদিন আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করে থাকেন।